• 1. মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না।
  • 2. আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।
  • 3. আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ হয়, না হয় অকৃতজ্ঞ হয়।
  • 4. আমি অবিশ্বাসীদের জন্যে প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি।
  • 5. নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র।
  • 6. এটা একটা ঝরণা, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে-তারা একে প্রবাহিত করবে।
  • 7. তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূরপ্রসারী।
  • 8. তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, এতীম ও বন্দীকে আহার্য দান করে।
  • 9. তারা বলেঃ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না।
  • 10. আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের ভয় রাখি।
  • 11. অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ।
  • 12. এবং তাদের সবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমী পোশাক।
  • 13. তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে রৌদ্র ও শৈত্য অনুভব করবে না।
  • 14. তার বৃক্ষছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে।
  • 15. তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মত পানপাত্রে।
  • 16. রূপালী স্ফটিক পাত্রে, পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করবে।
  • 17. তাদেরকে সেখানে পান করানো হবে ‘যানজাবীল’ মিশ্রিত পানপাত্র।
  • 18. এটা জান্নাতস্থিত ‘সালসাবীল’ নামক একটি ঝরণা।
  • 19. তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মনি-মুক্তা।
  • 20. আপনি যখন সেখানে দেখবেন, তখন নেয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন।
  • 21. তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করোনো হবে রৌপ্য নির্মিত কংকণ এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন ‘শরাবান-তহুরা’।
  • 22. এটা তোমাদের প্রতিদান। তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে।
  • 23. আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাযিল করেছি।
  • 24. অতএব, আপনি আপনার পালনকর্তার আদেশের জন্যে ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোন পাপিষ্ঠ কাফেরের আনুগত্য করবেন না।
  • 25. এবং সকাল-সন্ধ্যায় আপন পালনকর্তার নাম স্মরণ করুন।
  • 26. রাত্রির কিছু অংশে তাঁর উদ্দেশে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তাঁর পবিত্রতা বর্ণনা করুন।
  • 27. নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে।
  • 28. আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব, তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব।
  • 29. এটা উপদেশ, অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক।
  • 30. আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
  • 31. তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে দাখিল করেন। আর যালেমদের জন্যে তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।
শেয়ার করুন
logo
logo
logo
logo
logo
  • 1.আল ফাতিহা
  • 2. আল বাকারাহ
  • 3.আল ইমরান
  • 4.আল নিসা
  • 5.আল মায়েদাহ
  • 6.আল আন-আম
  • 7.আল আ’রাফ
  • 8.আল আনফাল
  • 9.আল তাওবাহ
  • 10.ইউনুস
  • 11.হুদ
  • 12.ইউসূফ
  • 13.আলরা’দ
  • 14.ইব্রাহীম
  • 15.আল হিজর
  • 16.আল নাহল
  • 17.আল ইসরাঈল
  • 18.আল কাহফ
  • 19.মারইয়াম
  • 20.ত্বা হা
  • 21.আল আন্বিয়াহ্
  • 22.আল হাজ্জ্ব
  • 23.আল মু’মিনূন
  • 24.আল নূর
  • 25.আল ফুরকান
  • 26.আল শো’আরা
  • 27.আল নমল
  • 28. আল কাসাস
  • 29.আল আনকাবুত
  • 30.আল রূম
  • 31.লোকমান
  • 32.আল সিজ্দাহ
  • 33. আল আহযাব
  • 34.সাবা
  • 35.ফাতির
  • 36.ইয়াসীন
  • 37.আল সাফফাত
  • 38.ছোয়াদ
  • 39.আল যুমার
  • 40.গাফ্ফার
  • 41.ফুসিলাত
  • 42.আল শুওয়ারা
  • 43.আল যুখরুফ
  • 44.আল দোখান
  • 45.আল জাসিয়া
  • 46.আল আহক্বাফ
  • 47.মুহাম্মদ
  • 48.আল ফাত্হ
  • 49.আল হুজরাত
  • 50.ক্বাফ
  • 51.আল যারিয়াত
  • 52.আল তূর
  • 53.আল নাজম
  • 54.আল ক্বামার
  • 55.আলরহমান
  • 56.আল ওয়াক্বিয়া
  • 57.আল হাদীদ
  • 58.আল মুজাদালাহ
  • 59. আল হাশর
  • 60.আল মুমতাহিনা
  • 61.আল ছফ
  • 62.আল জুম্মাহ
  • 63.আল মুনাফিকুন
  • 64.আল তাগাবুন
  • 65.আল ত্বালাক্ব
  • 66.আল তাহরীম
  • 67.আল মুলক
  • 68.আল কালাম
  • 69.আল হাক্বক্বাহ
  • 70.আল মারিজ
  • 71.নূহ
  • 72.আল জ্বিন
  • 73.আল মুজাম্মিল
  • 74.আল মুদ্দাসসির
  • 75.আল ক্বেয়ামাহ
  • 76.আল ইনসান
  • 77.আল মুরসালাত
  • 78.আল নাবাহ
  • 79.আল নাজআ’ত
  • 80.আবাসা
  • 81.আল তাকওয়ায়ীর
  • 82.আল ইনফিতার
  • 83.আল মুতাফফীন
  • 84.আল ইনশিক্বাক্ব
  • 85.আল বুরূজ
  • 86.আল তারিক্
  • 87.আল আ’লা
  • 88.আল গাশিয়াহ
  • 89.আল ফজর
  • 90.আল বালাদ
  • 91.আল শামস
  • 92.আল লায়ীল
  • 93.আল দ্বোহা
  • 94.আল সারাহ
  • 95.আল ত্বীন
  • 96.আল আলাক
  • 97.আল কদর
  • 98.আল বাইয়্যিনাহ
  • 99.আল যালযালাহ
  • 100.আল আদিয়াত
  • 101.আল কারেয়া
  • 102.আল তাকাসূর
  • 103.আল আছর
  • 104.আল হুমাযাহ
  • 105.আল ফীল
  • 106.কোরাইশ
  • 107.আল মাউন
  • 108.আল কাওসার
  • 109.আল কাফিরুন
  • 110.আল নছর
  • 111.আল মাসাদ
  • 112.আল ইখলাছ
  • 113.আল ফালাক্ব
  • 114.আল নাস