• 1. আমি শপথ করি কেয়ামত দিবসের,
  • 2. আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়-
  • 3. মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না?
  • 4. পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।
  • 5. বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়
  • 6. সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে?
  • 7. যখন দৃষ্টি চমকে যাবে,
  • 8. চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।
  • 9. এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে-
  • 10. সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ?
  • 11. না কোথাও আশ্রয়স্থল নেই।
  • 12. আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।
  • 13. সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।
  • 14. বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।
  • 15. যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।
  • 16. তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।
  • 17. এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।
  • 18. অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।
  • 19. এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।
  • 20. কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস
  • 21. এবং পরকালকে উপেক্ষা কর।
  • 22. সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।
  • 23. তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।
  • 24. আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।
  • 25. তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।
  • 26. কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।
  • 27. এবং বলা হবে, কে ঝাড়বে
  • 28. এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।
  • 29. এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।
  • 30. সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।
  • 31. সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি;
  • 32. পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।
  • 33. অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।
  • 34. তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।
  • 35. অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।
  • 36. মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
  • 37. সে কি স্খলিত বীর্য ছিল না?
  • 38. অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
  • 39. অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।
  • 40. তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?
শেয়ার করুন
logo
logo
logo
logo
logo
  • 1.আল ফাতিহা
  • 2. আল বাকারাহ
  • 3.আল ইমরান
  • 4.আল নিসা
  • 5.আল মায়েদাহ
  • 6.আল আন-আম
  • 7.আল আ’রাফ
  • 8.আল আনফাল
  • 9.আল তাওবাহ
  • 10.ইউনুস
  • 11.হুদ
  • 12.ইউসূফ
  • 13.আলরা’দ
  • 14.ইব্রাহীম
  • 15.আল হিজর
  • 16.আল নাহল
  • 17.আল ইসরাঈল
  • 18.আল কাহফ
  • 19.মারইয়াম
  • 20.ত্বা হা
  • 21.আল আন্বিয়াহ্
  • 22.আল হাজ্জ্ব
  • 23.আল মু’মিনূন
  • 24.আল নূর
  • 25.আল ফুরকান
  • 26.আল শো’আরা
  • 27.আল নমল
  • 28. আল কাসাস
  • 29.আল আনকাবুত
  • 30.আল রূম
  • 31.লোকমান
  • 32.আল সিজ্দাহ
  • 33. আল আহযাব
  • 34.সাবা
  • 35.ফাতির
  • 36.ইয়াসীন
  • 37.আল সাফফাত
  • 38.ছোয়াদ
  • 39.আল যুমার
  • 40.গাফ্ফার
  • 41.ফুসিলাত
  • 42.আল শুওয়ারা
  • 43.আল যুখরুফ
  • 44.আল দোখান
  • 45.আল জাসিয়া
  • 46.আল আহক্বাফ
  • 47.মুহাম্মদ
  • 48.আল ফাত্হ
  • 49.আল হুজরাত
  • 50.ক্বাফ
  • 51.আল যারিয়াত
  • 52.আল তূর
  • 53.আল নাজম
  • 54.আল ক্বামার
  • 55.আলরহমান
  • 56.আল ওয়াক্বিয়া
  • 57.আল হাদীদ
  • 58.আল মুজাদালাহ
  • 59. আল হাশর
  • 60.আল মুমতাহিনা
  • 61.আল ছফ
  • 62.আল জুম্মাহ
  • 63.আল মুনাফিকুন
  • 64.আল তাগাবুন
  • 65.আল ত্বালাক্ব
  • 66.আল তাহরীম
  • 67.আল মুলক
  • 68.আল কালাম
  • 69.আল হাক্বক্বাহ
  • 70.আল মারিজ
  • 71.নূহ
  • 72.আল জ্বিন
  • 73.আল মুজাম্মিল
  • 74.আল মুদ্দাসসির
  • 75.আল ক্বেয়ামাহ
  • 76.আল ইনসান
  • 77.আল মুরসালাত
  • 78.আল নাবাহ
  • 79.আল নাজআ’ত
  • 80.আবাসা
  • 81.আল তাকওয়ায়ীর
  • 82.আল ইনফিতার
  • 83.আল মুতাফফীন
  • 84.আল ইনশিক্বাক্ব
  • 85.আল বুরূজ
  • 86.আল তারিক্
  • 87.আল আ’লা
  • 88.আল গাশিয়াহ
  • 89.আল ফজর
  • 90.আল বালাদ
  • 91.আল শামস
  • 92.আল লায়ীল
  • 93.আল দ্বোহা
  • 94.আল সারাহ
  • 95.আল ত্বীন
  • 96.আল আলাক
  • 97.আল কদর
  • 98.আল বাইয়্যিনাহ
  • 99.আল যালযালাহ
  • 100.আল আদিয়াত
  • 101.আল কারেয়া
  • 102.আল তাকাসূর
  • 103.আল আছর
  • 104.আল হুমাযাহ
  • 105.আল ফীল
  • 106.কোরাইশ
  • 107.আল মাউন
  • 108.আল কাওসার
  • 109.আল কাফিরুন
  • 110.আল নছর
  • 111.আল মাসাদ
  • 112.আল ইখলাছ
  • 113.আল ফালাক্ব
  • 114.আল নাস