• 1. শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,
  • 2. অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের,
  • 3. অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের-
  • 4. নিশ্চয় তোমাদের মাবুদ এক।
  • 5. তিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের।
  • 6. নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
  • 7. এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
  • 8. ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।
  • 9. ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
  • 10. তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
  • 11. আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।
  • 12. বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।
  • 13. যখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।
  • 14. তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।
  • 15. এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।
  • 16. আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?
  • 17. আমাদের পিতৃপুরুষগণও কি?
  • 18. বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।
  • 19. বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র-যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।
  • 20. এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।
  • 21. বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।
  • 22. একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।
  • 23. আল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,
  • 24. এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে;
  • 25. তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?
  • 26. বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।
  • 27. তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।
  • 28. বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।
  • 29. তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
  • 30. এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
  • 31. আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।
  • 32. আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।
  • 33. তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।
  • 34. অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।
  • 35. তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।
  • 36. এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।
  • 37. না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।
  • 38. তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
  • 39. তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।
  • 40. তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।
  • 41. তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।
  • 42. ফল-মূল এবং তারা সম্মানিত।
  • 43. নেয়ামতের উদ্যানসমূহ।
  • 44. মুখোমুখি হয়ে আসনে আসীন।
  • 45. তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।
  • 46. সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।
  • 47. তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।
  • 48. তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।
  • 49. যেন তারা সুরক্ষিত ডিম।
  • 50. অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
  • 51. তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।
  • 52. সে বলত, তুমি কি বিশ্বাস কর যে,
  • 53. আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব?
  • 54. আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?
  • 55. অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
  • 56. সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।
  • 57. আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।
  • 58. এখন আমাদের আর মৃত্যু হবে না।
  • 59. আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।
  • 60. নিশ্চয় এই মহা সাফল্য।
  • 61. এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।
  • 62. এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?
  • 63. আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।
  • 64. এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।
  • 65. এর গুচ্ছ শয়তানের মস্তকের মত।
  • 66. কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।
  • 67. তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,
  • 68. অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।
  • 69. তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
  • 70. অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।
  • 71. তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
  • 72. আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।
  • 73. অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।
  • 74. তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।
  • 75. আর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।
  • 76. আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
  • 77. এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।
  • 78. আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
  • 79. বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
  • 80. আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।
  • 81. সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম।
  • 82. অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।
  • 83. আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।
  • 84. যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,
  • 85. যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?
  • 86. তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?
  • 87. বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?
  • 88. অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।
  • 89. এবং বললঃ আমি পীড়িত।
  • 90. অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।
  • 91. অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?
  • 92. তোমাদের কি হল যে, কথা বলছ না?
  • 93. অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।
  • 94. তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে।
  • 95. সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?
  • 96. অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।
  • 97. তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।
  • 98. তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।
  • 99. সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।
  • 100. হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
  • 101. সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।
  • 102. অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।
  • 103. যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।
  • 104. তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,
  • 105. তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
  • 106. নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।
  • 107. আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।
  • 108. আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,
  • 109. ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।
  • 110. এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
  • 111. সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।
  • 112. আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।
  • 113. তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।
  • 114. আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।
  • 115. তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।
  • 116. আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
  • 117. আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
  • 118. এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।
  • 119. আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,
  • 120. মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।
  • 121. এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
  • 122. তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।
  • 123. নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।
  • 124. যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?
  • 125. তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।
  • 126. যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?
  • 127. অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।
  • 128. কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
  • 129. আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে,
  • 130. ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!
  • 131. এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
  • 132. সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।
  • 133. নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।
  • 134. যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;
  • 135. কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।
  • 136. অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।
  • 137. তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়
  • 138. এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না?
  • 139. আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।
  • 140. যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।
  • 141. অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।
  • 142. অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।
  • 143. যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন,
  • 144. তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।
  • 145. অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন।
  • 146. আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম।
  • 147. এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।
  • 148. তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।
  • 149. এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তান।
  • 150. না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি?
  • 151. জেনো, তারা মনগড়া উক্তি করে যে,
  • 152. আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।
  • 153. তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন?
  • 154. তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত?
  • 155. তোমরা কি অনুধাবন কর না?
  • 156. না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?
  • 157. তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।
  • 158. তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।
  • 159. তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।
  • 160. তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।
  • 161. অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,
  • 162. তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।
  • 163. শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।
  • 164. আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
  • 165. এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।
  • 166. এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।
  • 167. তারা তো বলতঃ
  • 168. যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত,
  • 169. তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।
  • 170. বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে,
  • 171. আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,
  • 172. অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।
  • 173. আর আমার বাহিনীই হয় বিজয়ী।
  • 174. অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
  • 175. এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
  • 176. আমার আযাব কি তারা দ্রুত কামনা করে?
  • 177. অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।
  • 178. আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
  • 179. এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
  • 180. পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।
  • 181. পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।
  • 182. সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।
শেয়ার করুন
logo
logo
logo
logo
logo
  • 1.আল ফাতিহা
  • 2. আল বাকারাহ
  • 3.আল ইমরান
  • 4.আল নিসা
  • 5.আল মায়েদাহ
  • 6.আল আন-আম
  • 7.আল আ’রাফ
  • 8.আল আনফাল
  • 9.আল তাওবাহ
  • 10.ইউনুস
  • 11.হুদ
  • 12.ইউসূফ
  • 13.আলরা’দ
  • 14.ইব্রাহীম
  • 15.আল হিজর
  • 16.আল নাহল
  • 17.আল ইসরাঈল
  • 18.আল কাহফ
  • 19.মারইয়াম
  • 20.ত্বা হা
  • 21.আল আন্বিয়াহ্
  • 22.আল হাজ্জ্ব
  • 23.আল মু’মিনূন
  • 24.আল নূর
  • 25.আল ফুরকান
  • 26.আল শো’আরা
  • 27.আল নমল
  • 28. আল কাসাস
  • 29.আল আনকাবুত
  • 30.আল রূম
  • 31.লোকমান
  • 32.আল সিজ্দাহ
  • 33. আল আহযাব
  • 34.সাবা
  • 35.ফাতির
  • 36.ইয়াসীন
  • 37.আল সাফফাত
  • 38.ছোয়াদ
  • 39.আল যুমার
  • 40.গাফ্ফার
  • 41.ফুসিলাত
  • 42.আল শুওয়ারা
  • 43.আল যুখরুফ
  • 44.আল দোখান
  • 45.আল জাসিয়া
  • 46.আল আহক্বাফ
  • 47.মুহাম্মদ
  • 48.আল ফাত্হ
  • 49.আল হুজরাত
  • 50.ক্বাফ
  • 51.আল যারিয়াত
  • 52.আল তূর
  • 53.আল নাজম
  • 54.আল ক্বামার
  • 55.আলরহমান
  • 56.আল ওয়াক্বিয়া
  • 57.আল হাদীদ
  • 58.আল মুজাদালাহ
  • 59. আল হাশর
  • 60.আল মুমতাহিনা
  • 61.আল ছফ
  • 62.আল জুম্মাহ
  • 63.আল মুনাফিকুন
  • 64.আল তাগাবুন
  • 65.আল ত্বালাক্ব
  • 66.আল তাহরীম
  • 67.আল মুলক
  • 68.আল কালাম
  • 69.আল হাক্বক্বাহ
  • 70.আল মারিজ
  • 71.নূহ
  • 72.আল জ্বিন
  • 73.আল মুজাম্মিল
  • 74.আল মুদ্দাসসির
  • 75.আল ক্বেয়ামাহ
  • 76.আল ইনসান
  • 77.আল মুরসালাত
  • 78.আল নাবাহ
  • 79.আল নাজআ’ত
  • 80.আবাসা
  • 81.আল তাকওয়ায়ীর
  • 82.আল ইনফিতার
  • 83.আল মুতাফফীন
  • 84.আল ইনশিক্বাক্ব
  • 85.আল বুরূজ
  • 86.আল তারিক্
  • 87.আল আ’লা
  • 88.আল গাশিয়াহ
  • 89.আল ফজর
  • 90.আল বালাদ
  • 91.আল শামস
  • 92.আল লায়ীল
  • 93.আল দ্বোহা
  • 94.আল সারাহ
  • 95.আল ত্বীন
  • 96.আল আলাক
  • 97.আল কদর
  • 98.আল বাইয়্যিনাহ
  • 99.আল যালযালাহ
  • 100.আল আদিয়াত
  • 101.আল কারেয়া
  • 102.আল তাকাসূর
  • 103.আল আছর
  • 104.আল হুমাযাহ
  • 105.আল ফীল
  • 106.কোরাইশ
  • 107.আল মাউন
  • 108.আল কাওসার
  • 109.আল কাফিরুন
  • 110.আল নছর
  • 111.আল মাসাদ
  • 112.আল ইখলাছ
  • 113.আল ফালাক্ব
  • 114.আল নাস